ঢাকাবুধবার , ২৩ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ধান ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

Arifuzman Arif
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।।মণিরামপুরে ধান ক্ষেত থেকে জাহানারা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সুন্দলপুর-জামলা রাস্তার পাশের একটি মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

ওই নারী উপজেলার জয়নগর গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের স্ত্রী।

তার বাবার বাড়ি শ্যামকুড় ইউনিয়নের আগরহাটি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত এরশাদ বিশ্বাসের মেয়ে। যেখানে তার মরদেহ উদ্ধার হয়েছে তা ওই নারীর বাবার এলাকা।

জাহানারার মৃত্যুর বিষয়ে উপস্থিতি কিছু জানাতে পারেনি পুলিশ। তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা কেউ তাকে হত্যা করে মরদেহ মাঠে ফেলে রেখেছে।

এদিকে খবর পেয়ে মণিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা এবং মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আগরহাটি এলাকার ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু বলেন, জাহানারার বাবার বাড়ি আমার এলাকায়। মণিরামপুর বাজারের পাশে জয়নগরে ওনার স্বামীর বাড়ি।সকালে মাঠে নারীর মরদেহের খবর শুনে থানায় ফোন দিলে পুলিশ আসে।

জাহানারার মৃত্যুর কোনো ক্লু এখনো পাওয়া যায়নি। কিভাবে তার মরদেহ মাঠে আসল জানা যাচ্ছে না। তবে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা ওই নারীকে মোটরসাইকেল থেকে সুন্দলপুর বাজারে নামতে দেখেছেন।

জাহানারার মা রাশিদা বেগম বলেন, এক-দেড় মাস হবে মেয়ে আমাদের বাড়ি আসে না। কি করে আজ ওর মরদেহ এখানে এসেছে বলতে পারবো না।

মনিরামপুর থানার এসআই সৌমেন বিশ্বাস বলেন, মরদেহের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কি করে তিনি মারা গেছেন উপস্থিত জানা যাচ্ছে না।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, মরদেহের ব্যাপারে উপস্থিত কিছু জানা যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।