ঢাকামঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শপথ নিলেন কলারোয়ার কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

Arifuzman Arif
ফেব্রুয়ারি ২২, ২০২২ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।।৫ম ধাপে অনুষ্ঠিত সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউনিয়নের  নির্বাচিত চেয়ারম্যান ভিপি মোরশেদ ও সাঈদ আলী গাজীর শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী বেলা ১২টার সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের সভা কক্ষে এই শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

শপথ বাক্য পাঠ শেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এক সংক্ষিপ্ত বক্তব্যে কেরালকাতা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ) বলেন- আমাকে তিন তিন বার নৌকা প্রতীক দিয়ে ভোট করার সুযোগ করে দেওয়ার জন্য সর্ব প্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি এবং তার বিজ্ঞ মনোনয়ন বোর্ডের সকলের প্রতি, কৃতজ্ঞতা জানিয়েছেন সাতক্ষীরা জেলা, কলারোয়া উপজেলা ও কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের আস্তাভাজন নেতা ও কর্মিদের প্রতি।

এসময় তিনি কেরালকাতা ইউনিয়নের সকল দল মত নির্বিশেষে বিপুল পরিমাণ ভোট দিয়ে নির্বাচিত করায় ভোটার সমর্থকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে সকলকে সাথে নিয়ে কেরালকাতা ইউনিয়নকে একটি ডিজিটাল, গতিশীল ও উন্নয়নশীল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুরূপ বক্তব্য দিয়ে কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ আলী গাজী বলেন- জনগন আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন আমি জনগণের জন্য কাজ করতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।