ঢাকাশুক্রবার , ১৮ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক আইনজীবীর মর্মান্তিক মৃত্যু

Arifuzman Arif
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৭) নামে একজন আইন জীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মজিবুর রহমান নামে সাবেক ইউপি চেয়ারম্যান গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে শহরতলির চাঁচড়া জোড়া মন্দিরের পাশে।

আহত মজিবুর রহমান যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

নিহত আইনজীবী মণিরামপুর উপজেলার শরুপদাহ গ্রামের জয়নাল হোসেনের ছেলে।

মজিবুর রহমান মণিরামপুর উপজেলার মাসলা খানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

নিহতের বাবা জয়নাল হোসেন জানায়, আলমগীর সাবেক চেয়ারম্যান মজিবুরকে সাথে নিয়ে যশোর থেকে মণিরামপুর যাচ্ছিলো। চাঁচড়া জোড়া মন্দিরের পাশে গেলে বিপথমুখী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আলমগীর মারা যান।

নিহত এবং আহত মজিবুরকে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস একই বিভাগের ডাক্তারের উদ্ধৃতি দিয়ে বলেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আহত মজিবুরের বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে। তাকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়ছে। শঙ্কামুক্ত আশা করা যায়।

কোতোয়ালি থানার এসআই তপন কুমার নন্দী বলেন, নিহত আলমগীরের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে নেয়ার জন্য আবেদন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।