
বেত্রাবতী ডেস্ক।।বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ী মারা গেছেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর এক দিন না পেরোতেই চলে গেলেন এই কিংবদন্তি শিল্পী।
তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মুম্বাইয়ের একটি হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এক মাস হাসপাতালে ভর্তি থাকার পর গত সোমবার বাপ্পী লাহিড়ীকে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু মঙ্গল বার ফের তার স্বাস্থ্যের অবনতি হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
সত্তর ও আশির দশকে হিন্দি ছায়াছবির জগতে আলোড়ন সৃষ্টি করেন বাপ্পী লাহিড়ী। হিন্দিতে ‘ডিস্কো ড্যান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালোবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’ প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি-৩’ সিনেমার জন্য।
কিশোর কুমার ছিলেন বাপ্পীর সম্পর্কে মামা। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী—দুজনই সংগীত জগতের মানুষ। এ জন্য ছোট থেকেই গানের হাতেখড়ি হয় এই গুণী শিল্পীর।
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম গ্রহণ করেন বাপ্পী। তিনি দীর্ঘদিন বাংলা ও হিন্দি ছবির গান গেয়েছেন, সুর দিয়েছেন।
বাপ্পী লাহিড়ী রাজনীতিতেও নেমেছিলেন। বিজেপি তে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর কেন্দ্র থেকে ভোটেও লড়েছিলেন। কিন্তু রাজনীতিতে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করেননি তিনি।
সূত্র : আনন্দবাজার