ঢাকাশনিবার , ২৯ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার বাগআঁচড়ায় সড়ক দূর্ঘটনায় আহত বাসুদেব দত্তের ৪দিন পর মৃত্যু,শেষকৃত্য সম্পন্ন

Arifuzman Arif
জানুয়ারি ২৯, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।শার্শার বাগআঁচড়া সাততমাইলে সড়ক দূর্ঘটনায় আহত বিশিষ্ট ব্যবসায়ী বাসুদেব দত্ত চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল শুক্রবার বিকালে (৬৫) মৃত্যু বরণ করেছেন।

শুক্রবার(২৮ জানুয়ারী) বিকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পরে তার লাশ এ্যাম্বুলেন্স যোগে শনিবার গ্রামের বাড়ি বাগআঁচড়ায় নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত বাসুদেব দত্ত উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত কার্তিক চন্দ্র দত্তের ছেলে।

পরে বেত্রাবতী নদীর পাশে পারিবারিক শ্মশানে তার মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

মৃতকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

উল্লেখ্য,গত ২৪ শে জানুয়ারী দুপুরে তিনি বাড়ি থেকে বাইসাইকেল চেপে বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে নাভারন-সাতক্ষীরা সড়কের সাতমাইল নামক স্থানে পৌছালে বিপরীতে দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় জোহরা মেডিকেল সেন্টারে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল শুক্রবার বিকালে তিনি মৃত্যু বরণ করেন।

তার মৃত্যুর সংবাদে তাকে দেখতে ও শোকাহত  পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান বাগআঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।