ঢাকাবুধবার , ২৬ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ভাড়ায় চালানোর কথা বলে অটোরিকশা চুরি, ডিবির অভিযানে উদ্ধার সহ আটক-১

Arifuzman Arif
জানুয়ারি ২৬, ২০২২ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।যশোরে ভাড়ায় চালানোর কথা বলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে চুরি করে অন্যত্র বিক্রির অভিযোগে শাহাজালাল উদ্দীন সাজু (২১) নামে এক তরুণকে অটোরিকশা সহ আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটক শাহাজালাল উদ্দীন সাজু যশোরের চৌগাছা থানার আন্দুলিয়া এলাকার তবিবুর রহমানের ছেলে।

গত সোমবার যশোরের গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) পুলিশ  এই অভিযান চালায়।

যশোরের ‘আব্দুর রশিদ ইজিবাইক চার্জিং স্টেশন’ এর মালিক সুলতান মাহমুদ টিপু গত সোমবার ডিবি অফিসে মৌখিকভাবে জানান, তাঁর অটো গ্যারেজ থেকে একটি অটো রিকশা ভাড়ায় চালানোর কথা বলে গত শনিবার নিয়ে যান শাহাজালাল উদ্দীন সাজু। কিন্তু আর ফিরে আসেননি তিনি। পরে জানতে পারেন পুলেরহাটে তার সেই অটোরিকশা বিক্রি করে দেওয়া হয়েছে।

বিষয়টি ডিবির ওসি রুপন কুমার সরকার পিপিএম আমলে নিয়ে এসআই মফিজুল ইসলাম পিপিএম কে উদ্ধার ও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে গত সোমবার বিকেল সাড়ে ৫টায় পুলেরহাট রাজগঞ্জ রোডে জনৈক রাজ্জাক গাজীর ‘রাজিয়া অটোপার্স’ নামক অটোরিকশা গ্যারেজ থেকে খোয়া যাওয়া অটোরিকশা সহ শাহাজালাল উদ্দীন সাজু কে আটক করা হয়।

এ বিষয়ে সুলতান মাহমুদ টিপু বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানার মামলা করেছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।