কলারোয়া প্রতিনিধি।।কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে ২৭ কেজি রূপার গহনাসহ দুই জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ সদস্যরা।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে রূপাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে বেলাল হোসেন ও আব্দুল হাকিমের ছেলে শরীফ হোসেন।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, কাকডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা বেলাল ও শরীফকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় বিজিবি ও কলারোয়া থানা পুলিশ যৌথভাবে তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের কাছে থাকা ২৭ কেজি রূপার গহনা জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।