
কলারোয়া প্রতিনিধি।।কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে ২৭ কেজি রূপার গহনাসহ দুই জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ সদস্যরা।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে রূপাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে বেলাল হোসেন ও আব্দুল হাকিমের ছেলে শরীফ হোসেন।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, কাকডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা বেলাল ও শরীফকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় বিজিবি ও কলারোয়া থানা পুলিশ যৌথভাবে তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের কাছে থাকা ২৭ কেজি রূপার গহনা জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।