ঢাকাবৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় ইজিবাইক চালক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন।।আটক-৩

Arifuzman Arif
জানুয়ারি ২০, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার হুসাইন।।যশোর শার্শা থানা এলাকায় ইজিবাইক চালক সোলায়মান শাকিব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে যশোর পিবি আই (পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন) পুলিশ।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজন কে আটক ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো- যশোর ঝিকরগাছা থানার চান্দের পোল গ্রামের মৃত জামাল উদ্দিন মোল্লার ছেলে মনিরুল ইসলাম (৩০),বাঘারপাড়া থানার বারভাগ গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে মেহেদী হাসান ওরফে মিলন(২২), চৌগাছা থানার মাড়ুয়া বাজার থেকে মোঃ রমজান আলীর ছেলে সাইফুল ইসলাম ওরফে প্লাবন কে আটক করা হয়।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে যশোর পিবিআই অফিসে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে উপজেলার ধলদাহ গ্রামের একটি ইট ভাটার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাকিব হোসেন ঝিকরগাছা উপজেলার পুরুন্দপুর গ্রামের শাকিল হোসেনের ছেলে। পেশায় সে একজন ইজিবাইক চালক।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত সোমবার দুপুরে ইজিবাইক নিয়ে বের হওয়ার পরে আর বাড়ি ফেরেনি সাকিব। সেদিন রাতেও অনেক খোঁজাখুজি পরও তাকে পাওয়া যায়নি। এরপর মঙ্গলবার সকালে তার মরদেহ পাওয়া যায়। সূত্রমতে, পারিবারিক কলহের কারণে সাকিব মায়ের সাথে নানা আকবর আলীর বাড়িতে থাকতো।

সংসারের হাল ধরতে কয়েকবছর ধরে ইজিবাইক চালাচ্ছিলো। ধারণা করা হচ্ছে ইজিবাইক কেড়ে নিতে তাকে মারধর করে মেরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তার শরীরে একাধিক আঘাত ও ক্ষতচিহ্নও রয়েছে।

রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।