
মিজানুর রহমান মিনু কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শাখা মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদের আয়োজনে দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, সিরাজগঞ্জ ১সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
মঙ্গলবার (১৮জানুয়ারী) উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ কাজিপুর শাখার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর ১০৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে ৫০০ জন দুঃস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ কাজিপুর উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী মাসুদুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, সিরাজঞ্জ ১ সাংসদ তানভীর শাকিল জয়।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন।মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ কাজিপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি আফিয়া আফরোজ মিনা।কাজিপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাশেকুল ইসলাম অনু।