
কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৪নং শুভগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচন ৫জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীর আলম তৃতীয় বারের মতো টিউবওয়েল মার্কা নিয়ে ৮নং ওয়ার্ড মেম্বর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করে ৩২৬ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন।
নিকটতম প্রতিদ্বন্দী মোতাহার হোসেন (মোরগ মার্কা) ২২৬ভোট পেয়ে দ্বিতীয়স্থান করেছেন।
মোঃ মজনু মিয়া (ফুটবল মার্কা) ৯৮ ভোট পেয়ে তৃতীয়স্থান করেছেন।
তৃতীয় বারের মতো নবনির্বাচিত মেম্বর জাহাঙ্গীর আলম বলেন, আমি দীর্ঘ ১০বছর আমার ৮নং ওয়ার্ডের বয়ড়াবাড়ি, বরবাড়িয়া,বাগগাড়ি গ্রামের সকল জনগণের সেবা করেছি।
তারই প্রতিদান হিসাবে ভোটাররা আমাকে আবারও তাদের যোগ্য প্রার্থী হিসেবে ৮নং ওয়ার্ডের উন্নয়ন চলমান রাখতে তাদের ভোটের মাধ্যমে আমাকে আবারও বেছে নিয়েছেন।
আমিও আমার ৮নং ওয়ার্ডের মেম্বার হিসেবে সকল জনগণকে সংগে নিয়ে শুভগাছা ইউনিয়ন পরিষদকে ডিজিটাল ইউনিয়ন পরিষদে রুপ দিতে ৮নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদক মুক্ত আধুনিক ওয়ার্ড গড়ে তুলবো ইনশাআল্লাহ।