ঢাকাশুক্রবার , ২৪ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল বন্দরে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে প্রশিক্ষন

Arifuzman Arif
ডিসেম্বর ২৪, ২০২১ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

দেশের সর্ববৃহত্তম বেনাপোল স্থলবন্দরে বাণিজ্যের ক্ষেত্রে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে বেনাপোল বন্দর অডিটোরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বন্দরের বিভিন্ন পর্যায়ের ৬০ জন কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহন করেন।

বেনাপোল বন্দরের উপপরিচালক(ট্রাফিক) আব্দুল জলিলের সভাপতিত্বে শুদ্ধাচার কর্মশালায় প্রধান অতিথী হয়ে ভার্চুয়ালে অংশ নেয় বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান মো: আলমগীর।

প্রশিক্ষনে বিশেষ অতিথী ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান,অতিরিক্ত জলা প্রশাসক রফিকুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলীফ রেজা, পুলিশের এএসপি(নাভরণ সার্কেল) জুয়েল ইমরান ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব আমিনুল ইসলাম।

প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষকরা শুদ্ধাচারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যম যারা কর্মক্ষেত্রে অবদান রাখছে তাদের আরো উৎসাহিত করার জন্য প্রতিবছর পুরস্কৃত করার মতামত ব্যক্ত করেন।

এমন আয়োজন বানিজ্য সম্প্রসারন আমদানিকারকদের সেবা ও সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে বড় ভুমিকা রাখবে বলে মনে করছেন সংশিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।