
আগামী ২৬ ডিসেম্বর (রবিবার) খুলনা বিভাগের ৭৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ। এর মধ্যে যশোরের অভনগরের আটটি ইউনিয়ন পরিষদ রয়েছে। এদিকে আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।
তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরপর, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।
এ নির্বাচনে খুলনা বিভাগের পাঁচটি ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা, যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী, মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন রয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগ ও অন্যান্য দলের পাশাপাশি লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে কাজ করবে এমন প্রার্থীকে নির্বাচন করা হবে বলে জানান সাধারণ ভোটাররা।
এদিকে, অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)।