
কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের প্রস্তাবিত মনসুরনগর থানার ১নং রতনকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
২২ ডিসেম্বর (বুধবার) বিকাল ৪টায় একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের চানমিয়া ভাষার সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ আলম বিএসসির সঞ্চালনায় উক্ত সম্মেলনে বক্তব্য রাখেনঃ জেলা পরিষদের সদস্য, প্রস্তাবিত মনসুরনগর থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম রাব্বানী তালুকদার।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান,একডালা গ্রামের মুরুব্বি গোলজার হোসেন চান,রতনকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টার,যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সহ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন বুদ্বু, সহদপ্তর সম্পাদক বুলবুল আহমেদ।কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি খোরশেদ আলম খুশু প্রমুখ
দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ানের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং সভাপতি পদে সঠিক মতামত না হওয়ায় সভাপতি পদ স্থগিত রেখে, শাহ আলম (বিএসসি) কে সাধারণ সম্পাদক পদে বহাল রেখে আংশিক কমিটি ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, গাজী আজাহার আলী,রতনকান্দি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন শেখ।ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম আবির।ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান মিল্টন, সাবেক ছাত্র নেতা নিবিড় তালুকদার, সিরাজগঞ্জ জেলা ছাত্র লীগের সহ-সম্পাদক জুয়েল সামি, ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বাবু প্রমুখ