
বেনাপোল প্রতিনিধি।।যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে অস্ত্রসহ চার শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ।
এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও তিনটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর)বেনাপোল কাগজপুকুর টু বুশতলা সড়ক থেকে এ অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পান্তাপাড়া গ্রামের বাবুর দুই ছেলে কামরুজ্জামান ও হাদিউজ্জামান, একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইসরাফিল হোসেন ফারহান ও বড় আঁচড়া গ্রামের আজগর আলীর ছেলে নুরনবী।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে ডিবি পুলিশের পরিদর্শক শেখ শাহিনুর রহমান, এসআই শামীম হোসেন, এসআই সাদ্দাম হোসেন, এএসআই আমিরুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলাম এর সমন্বয়ে একটি টিম বেনাপোল পোর্ট থানার উত্তর কাগজপুকুর টু বুশতলাগামী পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
পরে নুর নবীর কাছ থেকে বিদেশী পিস্তল ও অপর তিনজনের কাছ থেকে একটি করে বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা করা হয়েছে বলে তিনি জানান।