ঢাকারবিবার , ১৯ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ডিবির অভিযানে পিস্তল ও চাকুসহ আটক-৪

Arifuzman Arif
ডিসেম্বর ১৯, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও তিনটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর)বেনাপোল কাগজপুকুর টু বুশতলা সড়ক থেকে এ অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পান্তাপাড়া গ্রামের বাবুর দুই ছেলে কামরুজ্জামান ও হাদিউজ্জামান, একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইসরাফিল হোসেন ফারহান ও বড় আঁচড়া গ্রামের আজগর আলীর ছেলে নুরনবী।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে ডিবি পুলিশের পরিদর্শক শেখ শাহিনুর রহমান, এসআই শামীম হোসেন, এসআই সাদ্দাম হোসেন, এএসআই আমিরুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলাম এর সমন্বয়ে একটি টিম বেনাপোল পোর্ট থানার উত্তর কাগজপুকুর টু বুশতলাগামী পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

পরে নুর নবীর কাছ থেকে বিদেশী পিস্তল ও অপর তিনজনের কাছ থেকে একটি করে বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা করা হয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।