
বিল্লাল হুসাইন।।”জনতার অধিকার,,আমাদের অঙ্গীকার।”এই শ্লোগানে মুখরিত হয়ে,দেখতে দেখতে পার হয়ে আসা আমদের মাঝে স্বাধীনতার ৫০ বছর সূবর্ন জয়ন্তী চলে আসলো। এই সূবর্ন জয়ন্তী কে মহা আয়োজনে পালন করেছেন নব্য ঘোষিত রাজ নৈতিক দল বাংলাদেশ গন অধিকার পরিষদ ও তার অঙ্গসংগঠন। দেশের একজন নাগরিক হিসেবে আমাদের ও প্রত্যেকের দায়িত্ব রয়েছে ১৬ ডিসেম্বর কে মহা সমিরথে পালন করার ।
ঠিক তেমনি ভাবে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শহীদি স্মরণে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নব্য ঘোষিত এই রাজনৈতিক দলটি, সাথে ছিলেন তার অঙ্গসংগঠন বাংলাদেশ যুব, শ্রমিক,ও ছাত্র অধিকার পরিষদ।
তারা শহীদের স্মরনে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে থেমে যান নাই,তাঁদের আত্মার শান্তি র জন্য এতিমদের মাঝে খাদ্য বিতরন করেন।
গণ অধিকার পরিষদ, যশোর জেলার উদ্যোগে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ, যশোরের নেতৃত্বে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালীর মধ্য দিয়ে বিজয়ের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আসিক ইকবাল।ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসাইন।শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, আব্দুল করিম।কবিতা খাতুন, যুব অধিকার পরিষদ যশোর জেলার ভারপ্রাপ্ত আহ্বায়কসাদিয়া রহমান, সদস্য সচিব মাসুদ উজ্জামান, শাহাবদ্দিন শান্ত। রাশেদ,শহিদুল, ও ঝিকরগাছা উপজেলা আহ্বায়ক, শান্ত খান,যুগ্ম,, আহ্বায়ক জাহিদুল ইসলাম,টিটোন হোসেন,ইকবাল হোসেন,এবং বিল্লাল হুসাইন। সদস্য সচিব ঝিকরগাছা উপজেলা।
আরো উপস্থিত ছিলেন সকল উপজেলার গন,যুব,ছাত্র,ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ।