
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি।।সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে প্রতিষ্ঠিত মানবিক সংগঠন মোহাম্মদ নাসিম স্মৃতি কল্যাণ ট্রাস্ট।
১৭ ডিসেম্বর শক্রবার সকাল ১১ টায় সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়ায় এম পি জয়ের নির্দেশে আলহাজ্ব মোহাম্মদ নাসিম স্মৃতি কল্যাণ ট্রাষ্ট্রের আর্থিক সহযোগিতায়, ছিন্নমূল ২শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম পি তানভীর শাকিল জয়।
সমাজের বির্তবানদের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান এবং দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শওকত আকবর।রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।রতনকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ভুট্ট।মোহাম্মদ নাসিম স্মৃতি কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা, সিরাজগঞ্জ জেলা ছাত্র লীগের সহ-সভাপতি ইখলাস তালুকদার।ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা, প্রচার সম্পাদক সুজন হুদা, সহ সকল নেতৃবৃন্দ।