
কানাডা ও দুবাইয়ে ঢুকতে ব্যর্থ সদ্য তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসান ঢাকায় ফিরেছেন।
রোববার (১২ ডিসেম্বর) দুবাই থেকে এমিরেটরস এয়ারলাইন্সের বিমানে করে ঢাকায় ফেরেন তিনি। আজ বিকেল ৫টায় এমিরেটরসের ইকে৫৮৬ বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আন্তর্জাতিক বিমান চলাচলবিষয়ক ওয়েবসাইট রাডার বক্স থেকে এমিরেটরসের ইকে৫৮৬ বিমানটির শাহজালাল বিমানবন্দরে অবস্থানের তথ্য জানা গেছে। ওয়েবসাইটির তথ্যমতে, বিকেল ৪টা ৫৪ মিনিটে বিমানটি ঢাকায় পৌঁছেছে।
এর আগে, ঢাকা থেকে কানাডা যান ডা. মুরাদ। কিন্তু জাস্টিন স্টুডর দেশে ঢুকতে দেয়া হয়নি তাকে। ফলে সেখান থেকে আরব আমিরাতের ভিসা পাওয়ার চেষ্টায় ছিলেন মুরাদ। সেই চেষ্টাও ব্যর্থ হয়। ফলে বাধ্য হয়ে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে মুরাদ হাসানের মন্তব্যের পর সমালোচনার মধ্যেই চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ডা. মুরাদের দুই বছর আগের একটি ফোনালাপ ফাঁস হয়।
সেখানে অসৌজন্যমূলক আচরণের প্রকাশ পায়। ফলে গত সোমবার রাতে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মঙ্গলবার তিনি পদত্যাগ করেন।