
সাতক্ষীরা ব্যুরো।।কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানের মাতা হামিদা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
সাংবাদিক আতাউর রহমানের মায়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে বৃহস্পতিবার সকালে কাদপুর গ্রামের বাড়িতে মাদরাসা পড়ুয়া এতিম শিক্ষার্থীরা পবিত্র কুরআন তেলওয়াত করেন। এরপর তঁর জন্য বিশেষ দোয়া করা হয়।
এছাড়া, পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে ২০১৯ সালের ৯ ডিসেম্বর নিজ বাড়িতে হামিদা খাতুন (৮০) মৃত্যুবরণ করেন।
তিনি চন্দনপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত আলহাজ আকবর হোসেন মোল্লার সহধর্মিণী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।