ঢাকাবৃহস্পতিবার , ৯ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কলারোয়ায় বেত্রবতী হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

Arifuzman Arif
ডিসেম্বর ৯, ২০২১ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকা
কলারোয়া ব্যুরো।। কলারোয়ায় বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি রাধাপদ ঘোষ।

অনুষ্ঠানে প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য শেষে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের এসএমসি সদস্য গণপতি বিশ্বাস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অভিভাবক জুলিয়া পারভীন, মোঃ আলি হোসেন, মোছাঃ নয়ন আক্তার, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবু বকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, দেবাশীষ সরদার, রীনা রানী পাল, জাকিয়া পারভীন প্রমুখ। অতিথিদের বক্তব্য শেষে ২০২১ সালের বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধান শিক্ষক মোঃ রাশেদুল হাসান কামরুল। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মুহিন, গীতা পাঠ করেন এসএসসি পরীক্ষার্থী অর্ণবী পাল রিয়া এবং বাইবেল থেকে পাঠ করেন কাজল বিশ্বাস।

সবশেষে এ বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলে স্কুল সেরা তিন কৃতি শিক্ষার্থী- ৯ম শ্রেণির মোহিত লাল বিশ্বাস, ৮ম শ্রেণির বুশরা হোসেন এবং ৭ম শ্রেণির অথৈ পাল রিংকুর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দসহ প্রধান শিক্ষক।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ মশিউর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।