
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, অ্যাপ আপডেটসহ অন্যান্য কার্যক্রম শিগগিরই শেষ হবে। এর পরই করোনা সংক্রমণ রোধে টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু হবে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজধানীতে একটি অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে স্কুল-কলেজ খুলেছে। এর পেছনে সংশ্লিষ্ট লোকজন কঠিন পরিশ্রম করেছে। অনেক চেষ্টার ফলে এখন আমরা স্বাভাবিক জীবন-যাপন করছি। কিন্তু একটু কষ্ট পেলেই তাদের সমালোচনা করি। হ্যাঁ, এটা করতে হবে। তবে অবশ্যই সেটা হতে হবে গঠনমূলক। অযাচিতভাবে কারও বিরুদ্ধে কথা বলা যাবে না।
জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নতি হয়েছে। করোনায়ও দেশের জনগণ সর্বোচ্চ চিকিৎসাসেবা পেয়েছেন। একটি কমিউনিটি ক্লিনিক থেকে শুরু হয় এ সেবা এবং ইউনিভার্সিটি পর্যন্ত চলে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ সমুদ্রের মতো, যা মানুষ ধারণাই করতে পারে না।
তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে আসার পর কোভিড-১৯ আক্রান্ত খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পেলে জানানো হবে। করোনা তথা ওমিক্রন নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে