
কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৪নং শুভগাছা ইউপি নির্বাচনে দ্বিতীয় বারের মতো ৬নং ওয়ার্ড বাসির সেবা করার লক্ষ্যে সোমবার (৬ডিসেম্বর) রিটার্নিং অফিসারের কাছে ফরম জমা দেওয়ার সময় সাথে ছিলেন, শহীদুল ইসলাম, আঃ সালাম মাষ্টার, আঃ খালেক,গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম, আফসার আলী, রবিউল আউয়াল, ফরিদুল ইসলাম, খোরশেদ আলম প্রমুখ।
তিনি বলেন আমি ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আমার ৬নং ওয়ার্ডের সকল জনগণের আপাদে বিপদে আমার বিশ্বাস যে আমাকে সার্বক্ষনিক কাছে পেয়েছে।এ বিশ্বাস রেখে আমি দ্বিতীয় বারের মতো জনগণের পাশে থেকে সেবা করতে চাই।
জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে,শুভগাছা ইউনিয়ন পরিষদকে আধুনিক পরিষদে গড়ে তোলার লক্ষ্যে, ৬নং ওয়ার্ডের উন্নয়ন চলমান রাখতে আমি ১০০% বিশ্বাস করি চাদনগর, আফানিয়া, নয়াপাড়া, খাসপাড়া গ্রামের সকল জনগণ আমাকে সমর্থন করবে বলে আমি আশাবাদী।
যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করতে গিয়ে তাদের মেম্বার হিসেবে তাদের কাছ থেকে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতা কোনো টাকা নেয়নি এমনকি ভি জি টি কার্ডে এবং গর্ভকালীন ভাতাতে কোনো টাকা দিতে হয়নি আমাকে।
তাছাড়া ভিজিএফ,রেশন চাউলকার্ড ,বন্যায় সরকারী সকল সেবা সঠিক ভাবে পেতে কোন প্রকার হয়রানি ও প্রতারণা হতে হয়নি।
এছাড়া ও সরকারী ঘর পেতে কোন প্রকার টাকা লেনদেন করতে হয়নি।
কৃষক সঠিক সময়ে তাদের বিভিন্ন ধরনের বীজ ও স্যার সহায়তা পেয়েছেন,সঠিক ভাবে কৃষক ধানের টোকেন পেয়েছেন।উন্নয়নের ছোয়া লেগেছে মসজিদ মাদ্রাসাতেও , সে বিশ্বাসে আমি দৃতীয় বারের মতো ৬নং ওয়ার্ডের সকল জনগণের সেবা করতে চাই।