ঢাকামঙ্গলবার , ৭ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে ০.৫ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকা দিলো মালয়েশিয়া

Arifuzman Arif
ডিসেম্বর ৭, ২০২১ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে বাংলাদেশকে ০.৫ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দিয়েছে মালয়েশিয়া।

আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন রাজধানীর রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে নিযুক্ত মালয়েশীয় হাই কমিশনার হানজা মো. হাশিমের কাছ থেকে এই ভ্যাকসিন গ্রহণ করেন।

এ সময় মালয়েশিয়াকে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু আখ্যায়িত করে পররাষ্ট্রমন্ত্রী এই অনুদানের জন্য মালয়েশীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. মোমেন বলেন, বাংলাদেশ সরকার সাফল্যের সাথে কোভিড পরিস্থিতির মোকাবিলা করেছে এবং বর্তমানে সংক্রমণের হার নিয়ন্ত্রণেই রয়েছে।

গণটিকাদান অভিযান সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে কোভিড টিকার সংকট নেই। প্রকৃতপক্ষে বাংলাদেশ সিনেফার্মের সাথে এখানেই কোভিড ভ্যাকসিন উৎপাদন করবে।

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনেও সহায়তার জন্য মালয়েশীয় সরকারকে ধন্যবাদ জানান। তিনি লকডাউনের সময় মালয়েশিয়ার বিভিন্ন স্থানে বসবাসকারী বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিকদের সহায়তার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।