![](https://betrabotinews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা ‘নোনা জলের কাব্য’।
সোমবার (৮ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সম্মেলনের ‘অফিসিয়্যাল গ্রিন জোন’ হিসেবে আখ্যায়িত ‘গ্লাসগো সায়েন্স সেন্টার’– এ ৮০ ফিট এর আইম্যাক্স থিয়েটারে প্রদর্শিত হয় বাংলাদেশের এই সিনেমাটি।
এটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। আগামী ২৬ নভেম্বর সিনেমাটি বাংলাদেশি দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
দেশের সমুদ্র উপকূলবর্তী প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই এবং তাদের সামাজিক রীতিনীতি ও সংস্কার নিয়ে নির্মিত হয়েছে ‘নোনা জলের কাব্য’।
সিনেমাটিতে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া এবং তাসনোভা তামান্না। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন অর্ণব।
এর আগে লন্ডন, বুসান, গুটেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটেল, সিঙ্গাপুরসহ বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ‘নোনা জলের কাব্য’।