ঢাকাসোমবার , ৮ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে দুই যুগ পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

Arifuzman Arif
নভেম্বর ৮, ২০২১ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে দুই যুগ পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার নিজেদের ওয়েবসাইটে দেয়া আলাদা বিবৃতিতে সফরের সূচিও জানিয়েছে। আগামী বছরের মার্চে মাঠে গড়াবে দুই দলের বহু কাঙ্ক্ষিত এই সিরিজ।

পাকিস্তান সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। এরপর একটি টি-টোয়েন্টিও খেলবে তারা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে। এই তিন ভেন্যুতে হবে টেস্ট তিনটি। সীমিত ওভারের পুরো সিরিজ হবে লাহোরে।

আগামী ৩ মার্চ করাচি টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। রাওয়ালপিন্ডি টেস্ট শুরু ১২ মার্চ ও লাহোর টেস্ট ২১ মার্চ। তিন ওয়ানডের প্রথমটি হবে ২৯ মার্চ। পরের দুটি যথাক্রমে ৩১ মার্চ ও ২ এপ্রিল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল।

এর আগে ১৯৯৮-৯৯ মৌসুমে পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। সফরটি মার্ক টেইলরের জন্য স্মরণীয়। সেই সফরেই টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ৩৩৪ রানের অপরাজিত ইনিংসটি সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক খেলেছিলেন পেশওয়ারে। তিন টেস্টের সিরিজটি অস্ট্রেলিয়া জিতেছিল ১-০ ব্যবধানে।

১৯৯৮ সালের পর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা চারটি হোম সিরিজই পাকিস্তান আয়োজন করেছে ঘরের বাইরে। যার তিনটি সম্পূর্ণভাবে হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। যেখানে শেষবার ২০১৮-১৯ মৌসুমে পাকিস্তান ১-০ ব্যবধানে জিতেছিল দুই টেস্টের সিরিজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।