ঢাকারবিবার , ৭ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

পরিবহন ধর্মঘটের প্রভাবে পর্যটক শূণ্য সুন্দরবন

Arifuzman Arif
নভেম্বর ৭, ২০২১ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা,মোংলা।।জ্বালানী তেলের মূল্য বাড়ায় রবিবারও তৃতীয় দিনের মত মোংলায় বাস-ট্রাক চলাচল বন্ধ সম্পূর্ণ বন্ধ রয়েছে।বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে যাত্রী সাধারণ।

যাত্রীদেরকে বিকল্প ব্যবস্থায় মোটরসাইকেল, টমটম, নসিমন, অটো ও মাহেন্দ্রে করে কয়েকগুন বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। আর ট্রাক চলাচল বন্ধ থাকায় মোংলা বন্দরের শিল্প এলাকার পণ্য পরিবহণ বন্ধ রয়েছে।

বাস-ট্রাক চলাচল বন্ধ থাকায় মোংলা-খুলনা মহাসড়ক ও শিল্পাঞ্চলে স্থবিরতা বিরাজ করছে। অলস বসে খেয়ে না খেয়ে সময় পার করছেন পরিবহণ শ্রমিকেরা।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় পর্যটক শূণ্য হয়ে পড়েছে গোটা সুন্দরবন।

সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, পরিবহণ ধর্মঘটের কারণে লোকজন আসতে না পারায় পর্যটন স্পটগুলো ফাঁকা রয়েছে। এখন পর্যটকদের ভ্রমণ মৌসুম। এর আগে করোনায় দীর্ঘদিন পর্যটক আসা বন্ধ ছিল। এরপর খুললেও এখন আবার পরিবহন ধর্মঘট চলছে। লোকজন আসতে না পারায় বন বিভাগের রাজস্ব আদায়ের টার্গেট পূরণও কঠিন হয়ে পড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।