হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
অভিনেতার প্রচারসচিব রিয়াজ কে আহমেদ সংবাদ সংস্থা পিটিআইকে জানান, নিয়মিত চেকআপের অংশ হিসেবেই রজনীকান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাদাসাহেব ফালকে পুরস্কার নিতে কয়েক দিন আগেই দিল্লি গিয়েছিলেন রজনীকান্ত। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন তিনি।
গত বছরের ডিসেম্বরেও হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রজনী। তার রক্তচাপ কমে গিয়েছিল। যদিও দুদিন পরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
আগামী ৪ নভেম্বর তার ছবি ‘আন্নাথে’ মুক্তি পাবে। রজনীকান্ত তার অভিনীত অনেক সিনেমার জন্য অসংখ্য পুরস্কার অর্জন করেন, বিশেষভাবে তামিল সিনেমার জন্য।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।