ঢাকামঙ্গলবার , ১৯ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরার অভিযোগে ট্রলারসহ ৮ জেলে আটক

Arifuzman Arif
অক্টোবর ১৯, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে স্মার্ট পেট্রল টিমের সদস্যরা সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করার সময় আট জেলেকে আটক করেছে।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোর ৬ টার দিকে স্মার্ট পেট্রল টিমের দলপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সুন্দরবনে মনসা খাল এলাকা থেকে মালামালসহ তাদেরকে আটক করা হয়।

এসময় জেলেদের ব্যবহৃত ১ টি ট্রলার, ১ টি নৌকা ও জালসহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করে আভিযানিক দল।

আটক জেলেরা হলো, খুলনা জেলার পাইকগাছা থানার ফকিরাবাদ গ্রামে আইজুদ্দীন গাজীর ছেলে মোন্তাইন গাজী, শান্তা গ্রামের জিন্নাত গাজীর ছেলে হাসান গাজী, কুমখালী গ্রামে বেলাল শেখের ছেলে বাবুল শেখ এবং শ্যামনগর থানার পাতাখালী গ্রামে মৃত. ইদ্রিস গাজীর ছেলে মিলন হোসেন, মৃৃত রুহুল আমিন শেখের ছেলে জালাল হোসেন কাজল, মৃত শহর আলী সরদারের ছেলে ইস্রাফিল সরদার, আব্দুল হাই মিস্ত্রির ছেলে জোবায়ের হোসেন ও লিয়াকাত আলী গাজীর ছেলে জাবের হোসেন।

সাতক্ষীরা সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেয়ার সময় স্মার্ট টিমের সদস্যরা জেলেদের আটক করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।