ঢাকাবৃহস্পতিবার , ১৪ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগের ১৩ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের তিন মাসের এমপিও কাটার নির্দেশ

Arifuzman Arif
অক্টোবর ১৪, ২০২১ ৭:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) দ্বিতীয় চক্রের শিক্ষক নিয়োগে শূন্যপদের ভুল তথ্য দেয়ায় যশোর জেলার ৩টি সহ খুলনা বিভাগের ১৩ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের তিনমাসের এমপিও কেটে রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি) ।

গত ৫ (অক্টোবর) মাউশির উপ-সচিব কামরুল হাসানের স্বাক্ষরিত এক পত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে অভিযুক্ত খুলনা বিভাগের ১৩টিসহ সারাদেশের ১৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ-প্রধান শিক্ষকের তিন মাসের বেতনের এমপিও কেটে রাখার নির্দেশনা দিয়ে আদেশ জারি করেন।

খুলনা বিভাগের তিন মাসের এমপিও হারানো প্রতিষ্ঠান প্রধানরা হলেন,

মন্ত্রণালয়ের দেয়া তথ্যে দেখা গেছে, ২০১৮ সালের ১২ জুন জারি হওয়া এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে কিছু নতুন পদ সৃষ্টি করা হয়েছিলো। বিধান ছিলো, এসব পদে নিয়োগে মন্ত্রণালয় আলাদা আদেশ জারি করবে।

এ পদগুলো নবসৃষ্ট পদ নামে বহুল পরিচিত। এসব প্রতিষ্ঠান প্রধান আদেশ জারির আগেই ২য় চক্রে শিক্ষক নিয়োগের চাহিদা হিসেবে সে পদগুলোকে শূন্য দেখিয়েছিলেন। ফলে, সুপারিশ পাওয়া প্রার্থীরা এমপিওভুক্ত হতে পারছিলেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।