ঢাকামঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

সেকেন্ডে আয় ৩৭০০ ডলার, পাঁচ ঘণ্টায় ৬৬ মিলিয়ন ডলার খোয়াল ফেসবুক

Arifuzman Arif
অক্টোবর ৫, ২০২১ ৭:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

এটা শুধু ফেসবুকের লাভ-ক্ষতির বিষয় নয়। গত সোমবার ফেসবুকের সাইট বিশ্বব্যাপী পড়ে যাওয়ায় বড় ধরনের আঘাত এসেছে ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের ওপর।

অপ্রত্যাশিত এই বিভ্রাটের সময় ফেসবুকের বিজ্ঞাপনের আয়ও প্রভাবিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকের ওপর এটি সবচেয়ে বড় ধরনের আঘাত।

ডাউনটাইম চলা অবস্থায় সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকের হাত থেকে বিজ্ঞাপনের আয় কতটা কমে গেছে, তা জানতে আগ্রহী ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট স্নোপস বলছে, এই অঙ্কটা অন্তত ৬৬ মিলিয়ন ডলার।

এই তথ্য বের করার জন্য ফেসবুকের সাম্প্রতিক ত্রৈমাসিক প্রতিবেদন দেখেছে স্নোপস।  গত ৩০ জুন ২০২১ তিন মাসের সময়কালে ২৮ দশমিক ৬ বিলিয়ন ডলার বিজ্ঞাপন থেকে আয় করার তথ্য প্রকাশ করেছে ফেসবুক।

স্নোপস বলছে, সূত্র মোতাবেক দৈনিক ৩১৮ মিলিয়ন ডলার বিজ্ঞাপন থেকে আয় করে ফেসবুক। সে অনুসারে ফেসবুক ঘণ্টায় বিজ্ঞাপন থেকে আয় করে প্রায় ১৩ মিলিয়ন ডলার, মিনিটে দুই লাখ ২০ হাজার ডলার এবং সেকেন্ডে ৩৭০০ ডলার।

এদিকে গত সোমবার পাঁচ ঘণ্টা সেবা দিতে পারেনি ফেসুবক। এই সময় তারা বিজ্ঞাপনের আয় থেকেও বঞ্চিত হয়েছে। ফলে বিজ্ঞাপন থেকে ফেসবুকের ক্ষতি হয়েছে ৬৬ মিলিয়ন ডলার। আরো কিছু সময় সাইট বন্ধ থাকলে ফেসবুকের ক্ষতি ৭৯ মিলিয়ন ডলারে উন্নীত হতো।সূত্র: ডিজিটাল ট্রেন্ডস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।