বেত্রাবতী ডেস্ক।। আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় যশোর-১ আসনেও প্রচার প্রচারণায় শেষ সময়ে ব্যস্ত সময় পার করছে প্রাথীরা।জমে উঠেছে চা দোকান থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অলি গলি সহ সর্বত্র।
প্রচার প্রচারণায় বসে নেই প্রার্থী ও বিভিন্ন প্রতিকের তৃনমুল থেকে সর্ব স্তরের নেতাকর্মীরা।তেমনি বসে নেই শার্শার ট্রাক মার্কা নিয়ে স্বতন্ত্র প্রাথী যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম (লিটন)।
গনসংযোগ ও প্রচার প্রচারণার অংশ হিসেবে বুধবার (৩ রা জানুয়ারী) সকাল ৯টা থেকে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে শার্শার বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও হাটবাজারে গনসংযোগ করেন আশরাফুল আলম লিটন।
বিকাল ৪টায় ঘিবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন তিনি।
বাহাদুপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওহাবের সভাপত্বিতে নির্বাচনী এ পথসভায় ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র লিটন নেতা কর্মী ও সাধারণ ভোটারদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সকল ভয়ভীতি উপেক্ষা করে ট্রাক মার্কার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ভোট প্রার্থনা করেন।
তিনি আরও বলেন, শার্শার মানুষ আজ জিম্মি। এই জিম্মি দশা থেকে সকলকে মুক্ত হতে হবে সেজন্য সকল বাধা উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিত হবে।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকুল হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।