ঢাকামঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রধারীদের সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষে নিহত ১৬

Arifuzman Arif
অক্টোবর ২৬, ২০২১ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তানে তালেবানের সঙ্গে অস্ত্রধারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সাত শিশু ও তিন নারী।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের খবরে বলা হয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলের প্রদেশ হেরাতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এ ঘটনায় ইসলামিক আমিরাতের তিনজন নিহত হয়েছেন। যে ঘরে হামলা চালানো হয়েছে, সেটির মালিক আইএস সংশ্লিষ্ট কেউ বলে মনে করা হচ্ছে।

তথ্য ও সংস্কৃতি বিভাগের হেরাত প্রদেশের পরিচালক মৌলভী নাইমুল হক হাক্কানি বলেন, সংঘর্ষে চার অপহরণকারী নিহত হয়েছেন। হেরাত শহরের পুলিশ কর্মকর্তা মীর আঘা বলেন, আমরা বিপুল অস্ত্র, বিস্ফোরণ ও গ্রেনেড জব্দ করেছি।

ইসলামিক আমিরাতের এক সদস্য বলেন, সংঘর্ষ শুরু হয়েছে সকাল সাড়ে ১০টার দিকে। চলে বিকাল ৪টা পর্যন্ত। অস্ত্রধারীদের হাতে একে-৪৭ এবং মেশিনগান ছিল। সংঘর্ষে আশপাশের বেশ কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।