
বেত্রাবতী ডেস্ক।।উৎসব মুখর পরিবেশে শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আলতাব হোসেন আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন।

বৃহস্পতিবার (১৩ই জানুয়ারি)সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এই দায়িত্বভার গ্রহণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দায়িত্বভার গ্রহন শেষে আলতাব হোসেন বলেন, তিনি এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
নবনির্বাচিত চেয়ারম্যান আলতাব হোসেনের
সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বাবলু,উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক শেখ কোরবান আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নবনির্বাচিত ইউপি সদস্যরা এবং সূধীজনেরা।
সবশেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং উপস্হিতিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।