
বেত্রাবতী ডেস্ক।। যশোরের ঝিকরগাছায় বর্ণিল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী মেহেদী হাসান দীপুর সার্বিক উদ্যোগে শীতার্ত দরিদ্র ও হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় বর্ণিল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী মেহেদী হাসান দীপুর সার্বিক উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর সার্বিক সহযোগিতায় উপজেলার পানিসারা ইউনিয়নের কানারালী,কৃষ্ণচন্দ্রপুর গ্রামে বাড়ি-বাড়ি গিয়ে শীতার্ত দরিদ্র ও শিওরদাহ বাজার হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ফুল উৎপাদক ও বিপনণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও পানিসারা মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পল্লী চিকিৎসক ডাঃ জবেদ আলী, সালাউদ্দিন নয়ন,শিওরদাহ বাজার হাফিজিয়া মাদ্রাসার সভাপতি হাসানুর রহমান লিটন, সিনিয়র সহ-সভাপতি ইমাম হাসান বকুল,শিক্ষক হাফেজ খোরশেদ আলম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইমাম হাসান বকুল, বাজার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মসজিদ ক্যাশিয়ার সিরাজুল ইসলাম সহ আরও অনেকে। পরে যাদের বাবা মা মারা গেছে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।