ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর ছাগলনাইয়ায় বন্যার্ত ৭শ৯০ পরিবারের মাঝে শার্শার ছাত্রসমাজের ত্রান বিতরণ 

বেত্রাবতী ডেস্ক।।
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। স্মরণ কালের ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট, সুনামগঞ্জ ও ফেনীসহ বিভিন্ন জেলা। খাদ্য ও পানি সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে বানবাসী মানুষের জীবন। এমন দুর্যোগপূর্ণ অবস্থায় তাদের পাশে হাজির হয়ে বিভিন্ন ত্রান সামগ্রী বিতরণ করেছেন যশোরের শার্শার বাগআঁচড়া, নাভারন ও শার্শার ছাত্রসমাজ।

বন্যা কবলিত ফেনীর ছাগলনাইয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল  নৌকাযোগে ঘুরে ঘুরে ৭৯০ পরিবারের মধ্যে এ ত্রান সামগ্রী চাউল, চিড়া, মুড়ি,গুড়, চিনি, খেজুর, সাবান, সরিষা তেল, ওরস্যালাইন, পানি, বিস্কিট, পাউরুটিসহ ওষুধ পৌঁছে দেন তারা।
দীর্ঘ কয়েকদিনে নিজেদের অর্থ দান, দলে দলে গোটা উপজেলার পথে প্রান্তে বক্স হাতে ডোনেশন তুলে একত্রিত করা সহ হাড়ভাঙা পরিশ্রম করে গেছেন ছাত্রজনতা। পুরোনো – নতুন পোশাক, ঔষধ, নগদ অর্থ সহ নানান ভাবে ছাত্রদের সহায়তায় এগিয়ে এসেছেন শার্শার বাগআঁচড়া,নাভারন ও শার্শার সর্বস্তরের জনগণ।ত্রান পৌছে দেওয়ার পূর্বে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রসমাজ। সকলের কাছে দোয়া ও প্রার্থনা করেছেন এই স্বেচ্ছাসেবী দলটি।
এসব সহায়তায় শুরু থেকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল রেজা মোল্লা, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রহমান,ইদ্রিস আলী পলাশ, সাইফুল ইসলাম রাকিব।
তারা জানান আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা এই মুহূর্তে খুবই জরুরি এবং এটা আমাদের দ্বায়িত্ব। আমরা সম্মিলিত ভাবে এই মানবিক কাজগুলা করেছি এবং সবাইকে আহ্বান জানাই যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব যেন এগিয়ে আসে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।