বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শায় গোগায় ৮ দফা দাবীতে ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় উপজেলার গোগা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্ন,উন্নয় ও নীতিগত পরিবর্তন সহ ৮ দফা দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে ৪ বাস্তার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮ দফা দাবিগুলো হলোঃ
১.হাসপাতাল এর আওতাধীন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
২.ডাক্তার সাহেবদের রোগীদের সাথে ভাল ব্যবহার করতে হবে।
৩.ঔষধ বাণিজ্য বন্ধ করতে হবে।
৪.ডাক্তারদের নিয়মিত সেবা প্রদান করতে হবে।
৫.হাসপাতালে সরবরাহকৃত ঔষধের সুস্ঠ বন্ঠন ও ঔষধের সঠিক রেজিস্ট্রার থাকতে হবে।
৬.রেজিস্ট্রারে রোগীর স্বাক্ষর মোবাইল নাম্বার ও সঠিক ঠিকানা থাকতে হবে।
৭.হাসপাতালের কোয়াটার পূণরায় চালু করতে হবে।
৮.উপরিউক্ত শর্ত সমুহ যে ডাক্তার বা কর্মি মানবে না তাকে সেচ্ছায় পদত্যাগ করতে হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন,শার্শার উপজেলার একটি অতিহ্যবাহী ইউনিয়ন গোগা ইউনিয়ন। এই ইউনয়নে মাত্র একটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তার নিয়োগ থাকলে ও তিনি ঠিকমত এখানে এসে রোগী দেখেন না। বিগত স্বৈরাচারী সরকারের সময় এই স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ঔষধ আসলে তা কালো বাজারে বিক্রি করতো একটি মহল।ছাত্র জনতা আন্দোলন করে স্বৈরাচার পতন করেছে। এখণ থেকে এই হাসপাতালের কোন অনিয়ম মেনে নেওয়া হবে না। এই হাসপাতালে আশপাশের প্রচুর দুর্গন্ধ থাকে এখন থেকে হাসপাতালে আশপাশ পরিষ্কার রেখে এবং রোগীদের সাথে ভালো ব্যাবহার করে চিকিৎসা সেবা প্রদান করার জন্য ডাক্তারদের আহ্বান জানান।
এ সময় এ মানববন্ধন,প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে গোগা এলাকার স্কুল,কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রী, শিক্ষক ও ছাত্র জনতা যোগদান করেন।