ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছার শিমুলিয়া আদর্শ শিশু একাডেমিতে অগ্নিসংযোগের ঘটনায় মানববন্ধন  

বেত্রাবতী ডেস্ক।।
আগস্ট ২২, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোরের ঝিকরগাছার শিমুলিয়া আদর্শ শিশু একাডেমি স্কুলে ষড়যন্ত্রমূলক অগ্নিসংযোগের ঘটনায় অগ্নিসন্ত্রাসীদের গ্রেফতারে দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২২ আগষ্ট) সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিভিন্ন স্কুল কলেজ এবং এলাকাবাসীর আয়োজনে শিমুলিয়া বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিমুলিয়া শিশু একাডেমি থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে তিন রাস্তার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রছাত্রীরা প্রতিবাদ মূলক বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে রাস্তায় বিক্ষোভ করেন।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন,স্বৈরাচার সরকার পতনের পর দেশের মানুষ যখন শান্তি ফিরে পেয়েছে তখন গত ১৭ আগষ্ট সন্ধা ৭ টার পরে একদল সন্ত্রাসী কোমলমতি শিশুদের পাঠদান স্থান শিমুলিয়া শিশু একাডেমিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।আগুনে একাডেমির অফিস সহ ৪ টা শ্রেণীকক্ষ পুড়ে ছাই হয়ে যায়।এ অগ্নিসংযোগ যারা করেছে তারা স্বৈরাচারের প্রেতাত্মা। এই অগ্নিসংযোগকারী সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতার আনার জোর  দাবী জানান বক্তরা।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ঝিকরগাছা বিএম হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক এসএম মাহাবুবুল আলম,শিমুলিয়া শিশু একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আলিম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবুজ ইসলাম মুন্না,কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ হোসেন ও আশিকুর রহমান,আজমখান কর্মাস কলেজের ছাত্র শাহাবুর রহমান স্বরণ,সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রীসহ এলাকাবাসী।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।