![](https://betrabotinews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।আত্নকর্মসংস্থানে মুরগি পালি,দারিদ্র্য মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ি,এই স্লোগান কে সামনে রেখে বুধবার ( ৩১ জুলাই ) কাজিপুর সহ উত্তরাঞ্চলের সীমান্তবর্তী ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ প্রকল্পের আওতায় ৬শ৫৫ জন সুফলভোগীর মাঝে ১৫ টি করে সোনালী মুরগি বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস এর আয়োজনে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আহসান, ভেটেরিনারি সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে সুবিধাভোগীদের মাঝে সোনালী মুরগি বিতরণ করেন।
কাজিপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে লাম্পি স্কিন ডিজিজ ( এল এস ডি) প্রতিরোধে ফ্রি ভাক্সিনেশন ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।