ঢাকামঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বাগআঁচড়ায় নবজাতক পোতাছেলেকে হাতির পিঠে চড়িয়ে বাড়িতে ফিরলেন দাদা

বেত্রাবতী ডেস্ক।।
জুলাই ৩০, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শায় প্রথম দাদা হওয়ার খুশিতে নবজাতক পোতাছেলেকে হাতির পিঠে চড়িয়ে বাড়িতে নিয়ে ফিরলেন  ব্যবসায়ী দাদা আব্দুল রাজ্জাক।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার(২৯ জুলাই) সকালে শার্শার বাগআঁচড়ার রুবা ক্লিনিক থেকে বিশাল আকারের একটির হাতির পিঠে চড়ে নবজাতক পোতাকে নিয়ে বাড়ি আসেন তিনি।এ ঘটনা দেখতে রাস্তায় এলাকার শতশত উৎসুক মানুষ ভিড় করেন।

জানা গেছে,গত ২৫ জুলাই সন্ধায় বাগআঁচড়া এলাকার ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ছেলে আল আমিনের বউয়ের প্রসাব বেদনা উঠলে স্থানীয় রুবা ক্লিনিকে নিয়ে ভর্তি করেন। ক্লিনিকের সার্জন ডাঃ জেরিন আফরোজ নিপুর তত্ত্বাবধানে প্রথমে নরমান ডেলিভারির চেস্টায় ব্যর্থ হয়ে সিজারিয়ানের মাধ্যমে একটি পুত্র সন্তান জন্ম দান করেন ওই গৃহবধূ। পরে নবজাতকের দাদা ব্যবসায়ী আব্দুর রাজ্জাক পোতাছেলে হওয়ার খুশিতে ক্লিনিক সহ এলাকায় মিষ্টি বিতরণ করেন। টানা ৪ দিন ভর্তি রাখার পর ২৯ জুলাই সকালে হাতির পিঠে চড়িয়ে দাদুভাইকে বাসায় নিয়ে আসেন তিনি। নবজাতকের দাদা আব্দুর রাজ্জাকের এমন কান্ড দেখতে সে সময় উৎসুক জনতা ক্লিনিক সহ তার বাড়িতে ভিড় করেন। পরে হিজড়া সম্প্রদায়ের লোকজন এসে নাচগান করে উৎসুক জনতাকে আনন্দ দেন।

পরে উপস্থিত জনতাকে দাদা আব্দুর রাজ্জাক মিষ্টি মুখ ও করান।

রুবা ক্লিনিকের স্বত্তাধিকারী ডাক্তার আহসান হাবিব রানা বলেন, রাজ্জাক ভাই দাদা হওয়ার খুশিতে যে কান্ডটা করলো আসলেই তিনি যে অনেক খুশি হয়েছেন তাঁর বহিঃপ্রকাশ। এ সময় তিনি এ সময় নবজাতক শিশু ও তার পরিবারের জন্য শুভ কামনা জানান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।