ঢাকামঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে কথিত এক ভূয়া ডাক্তারকে ১০ হাজার টাকা জরিমানা

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
জুলাই ৩০, ২০২৪ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাথাইলচাপড় বাজারে কথিত এক ভূয়া ডাক্তারকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

কথিত ওই ডাক্তারের নাম আব্দুল লতিফ (৫৮)।তিনি উপজেলার মাথাইলচাপড় গ্রামের মৃত ফরমান আলীর পুত্র।

স্থানীয়সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ মাথাইল চাপড় বাজারে আব্দুল লতিফ নিজেকে অর্থোপেডিকস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে হাড়ক্ষয়সহ নানা চিকিৎসা দিয়ে আসছিলেন।এমনকি তিনি হাড়ের ভেতরে  ইনজেকশনও পুশ করতেন।

গোপনসূত্রে খবর পেয়ে  মঙ্গলবার বেলা এগারটায় আব্দুল লতিফের ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন কাজিপুরের সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার।

এসময় তার সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল। তিনি জানান, নিজেকে অর্থোপেডিকস ডাক্তার পরিচয় দিয়ে আব্দুল লতিফ অনেকদিন ধরে মানুষকে ভূল চিকিৎসা দিয়ে আসছিলেন।যেহেতু তার কোন সনদ নেই তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।