কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সীমানা সংলগ্ন বগুড়া জেলার ধুনট থানার গোপালনগর ইউনিয়নের সাতটিকরি বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। ঘটনাটি ২০ মে ভোর রাতে হয়েছে।
ভুক্তভোগী সাতটিকরিগ্রামের অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সেজাব উদ্দিন জানান সাতটিকরি হাট সংলগ্ন তাঁর নিজ মালিকানা ৫ শতাংশ জমিতে একটি পাকা ঘর উঠিয়ে স্থানীয় ২জন ব্যবসায়ী কে ভাড়া দিয়েছিলো। ইতিপূর্বে গোপাল নগর ইউ পি চেয়ারম্যান আনোয়ার হোসেন ঘরটি অপসারনের জন্য তাকে চাপ দিতে থাকে।
কিন্ত মুক্তিযোদ্ধা নিজের জায়গা থেকে ঘর সরাতে অস্বীকার করেন। মুক্তিযোদ্ধার অভিযোগ এতে চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে তাঁর লোকজন দিয়ে ভাড়াটিয়া দের বের করে দেয়।
বীর মুক্তিযোদ্ধা সেজাব উদ্দিন বলেন ঘরের বারান্দায় হামলা চালিয়ে ভাংচুর তারাই করেছে ।
এঘটনায় বীর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মুক্তিযোদ্ধা সেজাব উদ্দিন জানান।