ঢাকাবুধবার , ১৭ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে রবি মৌসুমে মসলা জাতীয় ফসলের আবাদ বেড়েছে

মিজানুর রহমান মিনু।।
এপ্রিল ১৭, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি ।সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৩/২৪ অর্থ বছরের জাতওয়ারী রবি মৌসুমের বিভিন্ন ফসল বিশেষ করে লাভজনক মসলা জাতীয় ফসলের আবাদ বেড়েছে। কৃষকগণ অল্প মূলধনের লাভজনক মসলা জাতীয় আবাদে ঝুঁকেছে।

কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের দেয়া তর্থে বিগত ৫ বছরের তুলনায় চলতি মৌসুমে লাভজনক মসলাজাতীয় আবাদ উল্লেখযোগ্য হারে বেড়েছে।চলতি মৌসুমে স্থানীয় জাতের রসুন আবাদ হয়েছে ৭৬ হেক্টর,হেক্টর প্রতি ৭.৯০ মেট্রিকটন হিসেবে উৎপাদন লক্ষ মাত্রা ধরা হয়েছে ৬০০ মেট্রিকটন।

এছাড়া ধনিয়া ২০ হেক্টর উৎপাদন ১৯ মেট্রিকটন, কালোজিরা ৩০ হেক্টর উৎপাদন ২৭ মেট্রিকটন,মৌরি ২০ হেক্টর উৎপাদন ১৮ মেট্রিকটন এবং তিসি০৮ হেক্টর, উৎপাদন ৮মেট্রিক টন,জাউন ০৫ হেক্টর উৎপাদন ০২ মেট্রিকটন ধরা হয়েছে।

কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান,এর বাইরে রবি মৌসুমে দেশী ও উন্নত জাতের ৪৫০ হেক্টর জমিতে খেসারীর আবাদে উৎপাদন ধরা হয়েছে ৫৮৪ মেট্রিকটন, বাদাম ৯০৫ হেক্টর উৎপাদন ১৬৭৪ টন,মসুর ৩২০ হেক্টর উৎপাদন ৩৭০ টন,মরিচ ৪৪০ হেক্টর উৎপাদন ১০৭৭ টন,মিষ্টি আলু ১০২ হেক্টর উৎপাদন ১৯২৯ টন,ডাটি পেঁয়াজ ১১৪ হেক্টর উৎপাদন ৯৪০ টন,এবং বীজ পেঁয়াজ ১৩৮ হেক্টরে উৎপাদন হয়েছে ১৩৩৭ .৫০ মেট্রিকটন ।

কাজিপুরের নাটুয়ারপাড়ার কৃষক ওমরআলী বেশ কিছু কৃষককে জিঙ্গাসাবাদে জানান অনুকুল আবহাওয়া কৃষকদের ঐকান্তিক প্রচেষ্ঠাএবং কৃষি বিভাগের পরামর্শে পর্যায়ক্রমে লাভজনক রবি ফসলের আবাদ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।