কাজিপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।সিরাজগঞ্জের কাজিপুর থানা হতে ২০০গজ পশ্চিমে মেইন সড়ক সংলগ্ন বাড়িতে সকাল ৯টায় একটি গাড়ি চুরির ঘটনা ঘটেছে।এঘটনায় কাজিপুর থানায় গাড়ির মালিক আয়নাল হক বাদি হয়ে সাধারণ ডায়েরি করেছে।
থানায় করা সাধারণ ডায়েরি ও ভুক্তভোগী আয়নাল হক সুত্রে জানা যায় গত ৮এপ্রিল (সোমবার) সকাল ৯ঘটিকায় তার ব্যাবহারিক বাজাজ পালসার ১৫০ সিসি মটর সাইকেল বাড়ির গেটে রেখে বাড়ির ভিতর গিয়ে ওয়াশরুম থেকে ফিরে এসে তার গাড়িটি আর পায় নাই।
ব্যাবহারিত বাজাজ পালসার গাড়িটির দাম প্রায় ১লাখ ৯০হাজার টাকা, কালো লাল রংগের এবং রেজিষ্ট্রেশন সিরাজফঞ্জ ল ১১ – ৮৫ ৩৮ নম্বরের ছিল।
এবিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে, গাড়িটি উদ্ধারে জের তৎপরতা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।