
বেত্রাবতী ডেস্ক।। যশোরের ঝিকরগাছার বড়পোদাউলিয়া গ্রামে বজ্রপাতে আব্দুল মালেক পাটোয়ারী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল মালেক পাটোয়ারী বড়পোদাউলিয়া গ্রামের মৃত ওমর পাটোয়ারীর ছেলে।তার স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার সময় কৃষক আব্দুল মালেক পাটোয়ারী মাঠে ধান দেখতে যান।এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে বৃষ্টি থামলে অন্য কৃষকরা বিলে গেলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।