বেত্রবতী ডেস্ক।। পবিত্র ঈদ উল ফিতরের পরের দিন যশোরের ঝিকরগাছার খাটবাড়ীয়ায় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
জানা যায়, ঈদুল ফিতরের পরের দিন সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর আড়াইটা টা পযর্ন্ত স্থানীয় বেসরকারী সংস্থা খাটবাড়ীয়া সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে খাটবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হৃদরোগ, মেডিসিন, অর্থপেডিক্স, গাইনি, শিশু রোগ, দন্ত, নাক কান গলা, ডায়াবেটিস বিশেষজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা সহ ব্লাড প্রেসার নির্ণয়, রক্তের গ্রুপ নির্ণয়, বিনা মুল্যে ঔষধ সরবরাহ, বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় অপারেশনে ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে অসহায়, দারিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হবে।
এ ফ্রি মেডিকেল ক্যাম্পে সবাইকে চিকিৎসা দিতে বিভিন্ন হাসপাতালের ১৫ জন অভিজ্ঞ ডাক্তার নিয়োজিত থাকবেন।
খাটবাড়ীয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ৮৬ যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) জাতীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য দেশ বরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ তৌহিদুজ্জামান তুহিন এমপি।
এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজ সেবক হাফিজুর রহমান হাফিজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।