ঢাকামঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদ নাসিমের ৭৫তম জন্মবার্ষিকীতে নাসিম পুত্র এমপি জয়ের শ্রদ্ধা নিবেদন

মিজানুর রহমান মিনু।।
এপ্রিল ২, ২০২৪ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু, কাজিপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি ।।১৯৪৮ সালের ২ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলী ও আমিনা মনসুর এর ঘর আলোকিত করে পৃথিবীতে আসেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার(২ এপ্রিল) মোহাম্মদ নাসিমের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কাজিপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদর উপজেলার সিমান্তবর্তী এলাকা সিমান্ত বাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের মুখপাত্র প্রয়াত মোহাম্মদ নাসিমের মূর‍্যালে শ্রদ্ধা নিবেদন করেন নাসিম পুত্র কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি, সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলাআওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার,সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে মূর‍্যাল সংলগ্ন সিমান্তবাজার জামে মসজিদে প্রয়াত মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।