ঢাকাশনিবার , ৩০ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় বিদেশী পিস্তল,গুলি ও ম্যাগজিনসহ আটক-৩

বেত্রাবতী ডেস্ক।।
মার্চ ৩০, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।এসময় তাদের ব্যবহৃত একটি পাজেরো জিপ গাড়িও জব্দ করা হয়।

শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টায় উপজেলার লাউজানি রয়েল স’মিলের দক্ষিণ পাশে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,পিরোজপুর সদরের নরখালী গ্রামের মনির শেখের ছেলে রাজিব শেখ (২৬), বাগেরহাটের রামপাল উপজেলার সায়রাবাদ গ্রামের জিলান শেখ (৫৫) ও খুলনার খানজাহান আলী থানার জগিপুর গ্রামের তোরাব শেখের ছেলে মেহেদী হাসান (৩০।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার পিপিএম (বার)আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,জেলা গোয়েন্দা শাখার এসআই মুরাদ হোসেন পিপিএম এর নেতৃত্ব এসআই  শাহীনুর রহমান পিপিএম, এসআই খান মাইদুল ইসলাম রাজিব, এসআই হরষিত রায়, এসআই রইচ আহমেদ গণের সমন্বয়ে একটা চৌকস টিম ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া শুক্রবার রাত ২১:২০ ঘটিকায় ঝিকরগাছা থানার লাউজানি সাকিনস্থ জনৈক রয়েল এর স’মিলের দক্ষিণ পাশে যশোর টু বেনাপোল গামী মহাসড়কের উপর হতে সন্ত্রাসী (১) রাজিব শেখ (২৬), (২) জিলান শেখ (৫৫), (৩) হেমায়েত শেখ @ মেহেদী হাসান (৩০) দের ১টা বিদেশি পিস্তল, ২টা ম্যাগজিন,৬ রাউন্ড গুলি, ১টা পাজেরো জিপ গাড়ি উদ্ধারসহ গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র নিজেদের দখলে রেখেছে। গ্রেফতারকৃত ১নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ৩টা মাদক মামলা, ১টা অস্ত্র মামলাসহ ৪টা মামলা রয়েছে এবং ৩নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ৩টা চুরি মামলা,১টা অস্ত্র মামলাসহ ৪টা মামলা রয়েছে।

এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।