
বেত্রাবতী ডেস্ক।।যশোরের শার্শায় বিয়ের প্রলোভনে ১৪ বছরের এক তরুনী কে ধর্ষনের ঘটনায় মেহেদী হাসান (১৯) নামে এক ধর্ষককে আটক করে পুলিশ।আটক ধর্ষক মেহেদী হাসান উপজেলার ডিহি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের বিপ্লব গাজীর ছেলে।
বৃহস্পতিবার (২১ মার্চ)রাতে উপজেলার কাশিপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়,তরুনীর সঙ্গে ধর্ষক মেহেদী হাসানের দীর্ঘদিনের প্রেমজ সম্পর্ক ছিলো ।এর জের ধরে গত ১৯ মার্চ সন্ধ্যায় তরুনীর শয়ন কক্ষে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। এসময় ভিকটিম এর নানী আনোয়ারা বেগম (৬০) দেখতে পেয়ে চিৎকার করিলে আসামী মেহেদী হাসান কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম এর খালাতো বোন ভিকটিম সহ থানায় হাজির হয়ে আসামীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শেখ মনিরুজ্জামান পিপিএম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক আসামি মেহেদী হাসানকে যশোর আদালতে প্রেরন করা হয়েছে।