বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইসহ দু‘জনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩ মার্চ) দুপুরে শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল বাজারে মাংস বিক্রি কালে তাদেরকে আটক করে এ জরিমানা করা হয়।
যশোরের ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনার রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঝিকরগাছা উপজেলার রাজবাড়িয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে কামাল হোসেন বাগআঁচড়া বাজারে স্থানীয় কসাই নাজমুল ইসলামের কাছে মৃত গরু জবাই করে মাংস বিক্রি করতে আসেন। কসাই নাজমুল কমদামে ৬/৭ মন ওজনের ওই মরা গরুর মাংস ক্রয় করে বিক্রির চেষ্টা করেন।
এর আগে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা ঝিকরগাছা বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ফোনে খবরটি জানান। বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নির্দেশে এএসআই শামিম ফোর্স নিয়ে বাগআঁচড়া সাতমাইল বাজারে অভিযান চালিয়ে মরা গরুর মাংসগুলো জব্দ করেন।
তিনি আরো জানান পরে কসাই ও গরুর মালিককে আটক করে ঝিকরগাছা থানায় নিয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কসাই নাজমুলকে ১৫ হাজার ও গরুর মালিক কামাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মরা গরুর মাংস মাটিতে পুতে ফেলার নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি ভবিষ্যতে তারা আর এ ধরনের কাজ করবেন না বলে স্বীকারোক্তি দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2025 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.