
বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শার ইছাপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৫বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ আল মামুন (২০) নামে এক যুবককে আটক করেছে শার্শা থানা পুলিশ।
আটক আল মামুন (২০) উপজেলার পাঁচভূলাট গ্রামের রফিকুল ইসলাম ছেলে।
সোমবার (৪ মার্চ) ভোর রাতে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোগা বাজার হইতে একটি মোটরসাইকেল যোগে এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে ইছাপুর বাজারের দিকে আসছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ইছাপুর গ্রামস্থ হাজী নওশের আলীর বাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে আল মামুন পালানোর চেষ্টাকালে ৩৫বোতল ফেন্সিডিল ও একটি হিরো স্প্লিন্ডার মোটরসাইকেল সহ হাতে নাতে আটক করা হয়।
এব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।