মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুরে মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক সংগঠন “ভয়েস অব কাজিপুর কর্তৃক বৃত্তি প্রাপ্তদের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার খুদবান্ধী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বৃত্তিপ্রাপ্তদের হাতে বৃত্তি প্রদান করেন সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
ভয়েস অব কাজিপুরের সভাপতি বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান,ভয়েস অব কাজিপুরের সাধারণ সম্পাদক জান্নাতুল হক শাপলা, সহ-সভাপতি আঃ মজিদ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।